Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীবেশে নৈশকোচে ডাকাতি, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৫:৩৭

রংপুর: জেলার পীরগঞ্জ উপজেলায় যাত্রীবেশে নৈশকোচে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে পীরগঞ্জের চতরা ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জের খোরশেদ, নওগাঁর রানীনগরের রেজাউল হক এবং গাইবান্ধার পলাশবাড়ীর জহুরুল সরকার। এ সময় গ্রেফতারকৃতদের থেকে ৫টি চাকু, ৪টি মোবাইল এবং প্রায় ২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার রাতে জাহেদা পরিবহনের একটি নৈশকোচ ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসে। ওই কোচে যাত্রী সেজে ওঠে ছয় সদস্যের সংঘবদ্ধ ডাকাতদল। পরে রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট এলাকায় এসে চালক সুমনকে (৪০) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কোচটির নিয়ন্ত্রণ নেয় ডাকাতরা।

এসময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাত দল।

এ ঘটনায় বাসের সুপারভাইজার আলম পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

ওসি জাকির হোসেন বলেন, ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর