Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ২৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী জুলেখার

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৫:৪৮

ঝিনাইদহ: নিখোঁজের ২৫ দিনেও ঝিনাইদহের শৈলকুপার স্কুল ছাত্রী জুলেখা খাতুন ঝুমুর সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ অক্টোবরে শৈলকুপার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সময় নিখোঁজ হয় সে।

জুলেখা খাতুন ঝুমুর শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রক্ষপুর গ্রামের উম্মে কুলসুমের মেয়ে ও মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঝুমুরের মা উম্মে কুলসুম জানান, গত ১৭ অক্টোবর সকাল ৯টার সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজার পরও ঝুমুরের কোনো সন্ধান মেলেনি। এ ব্যাপারে ঝিনাইদহের শৈলকুপায় থানায় ৬ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মেয়েটিকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। উদ্ধার হলে এর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

সারাবাংলা/এমও

নিখোঁজ স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর