Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে ছেলে-মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন বাবুল আক্তার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৬:৪৬

ঢাকা: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার আদালতে হাজির করা হয়। এ সময় বাবুল আক্তারের পরিবারও আসে তাকে একনজর দেখতে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল থেকে তারা আদালত প্রাঙ্গনে ছিলেন। দুপুর ২টার দিকে রিমান্ড শুনানির আগে তাকে এজলাসে তোলা হয়। তাকে একটি বেঞ্চে বসিয়ে রাখা হয়।

এরপর আদালতের কার্যক্রম শুরু হয়। তার বামপাশে মেয়ে তাবাসসুম ও ছেলে আক্তার মাহমুদ মাহি, ডান পাশে বসে ছিলেন লাবনী আক্তার। আর পিছনে একটি বেঞ্চে বসে ছিলেন স্ত্রী। এ সময় তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলেন। কথা বলার পুরোটা সময় ছেলে-মেয়ে বাবুল আক্তারের বুকেই ছিলেন। বাবুল আক্তার মাঝে মধ্যে ছেলে-মেয়ের মুখে হাত বুলিয়ে দেন। তারাও বাবার বাবার বুকে জড়িয়ে বসে ছিল। কিছু সময় পরে তারপক্ষে আইনজীবীরা শুনানি করেন।

রাষ্ট্রপক্ষ থেকেও শুনানি করা হয়। তবে ওই দিকে তেমন একটা লক্ষ্য ছিল না বাবুল আক্তারের। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তারাও সবার দিকে তাকাচ্ছিলেন। মেয়ে তাবাসসুম এক পর্যায়ে বাবার কোলে শুয়ে পড়েন। বাবা তাকে পরম মমতায় আদর করেন।

এরই মধ্যে শুনানি শেষে হয়। বাবুল আক্তারের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়।

রিমান্ডে যাওয়ার আগে ছেলে-মেয়েকে আদর করছিলেন তিনি। স্বাভাবিক থাকা বাবুল আক্তারের চোখ এক পর্যায়ে ভিজে আসে। তিনি কান্না করে দেন। এ সময় ছেলে-মেয়েকে বুকে জড়িয়ে কাঁদেন। বাবাকে নিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে মাহি ও তাবাসসুম। তাদের মাকেও এ সময় কাঁদতে দেখা যায়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এমনই এক দৃশ্য দেখা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/ইআ

আদালত সাবেক এসপি বাবুল আক্তার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর