Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের ছেলে রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৭:০০

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন- আরিফ ফাহিম সিদ্দিকী।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। শুনানি শেষে তাদের তাদের তিনদিন করে রিমান্ডের আদেশ দেন।

গত ৯ নভেম্বর আসামিদের গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

জানা যায়, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরেই সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এআই/ইআ

জামায়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর