Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক বন্ধ করে আন্দোলনে চারুকলার শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ২০:১৫

চট্টগ্রাম ব্যুরো: নগরী থেকে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে টানা কর্মসূচির পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বাদশা মিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউটের মূল প্রবেশপথের সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন শ’খানেক শিক্ষার্থী। চোখে কালো কাপড় বেঁধে, গানে-স্লোগানে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরছেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে নগরীর চট্টেশ্বরী মোড় থেকে বাদশা মিয়া সড়ক দিয়ে প্রবর্তক মোড়ের আগ পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র সুষ্ময় বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে আমরা এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছি। গত রোববার প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে, তিনদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার, বুধবার দু’দিন বিশ্ববিদ্যালয় মিটিং ডেকেও চারুকলার শিক্ষকদের সবাইকে নিতে পারেননি। সিদ্ধান্ত জানার জন্য আমরা আজ (বৃহস্পতিবার) সকাল থেকে ইনস্টিটিউটের ভেতরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি।’

এদিকে, বিকেল ৫টার দিকে শিক্ষকরা বের হতে চাইলে শিক্ষার্থীরা মূল ফটক বন্ধ করে দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত না জানানো পর্যন্ত শিক্ষকরা বের হতে পারবেন না বলে জানান। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সুষ্ময় বড়ুয়া বলেন, ‘শিক্ষকরা আমাদের দাবির বিষয়ে কিছুই জানাতে পারেননি। উপাচার্যের সঙ্গে কথা বলবেন আশ্বাস দিয়ে বিষয়টি বারবার এড়িয়ে গেছেন। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা মূল ফটক খুলে রাস্তায় বসে পড়ি। তখন শিক্ষকরা বেরিয়ে যান। আমরা একেবারে রাস্তায় বসে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি। প্রশাসন থেকে সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।’

এ বিষয়ে কথা বলার জন্য চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরীর মোবাইলে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘চারুকলার শিক্ষার্থীরা তো বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে। আজ তারা প্রথম রাস্তায় এসে কর্মসূচি পালন করছি। বাদশা মিয়া সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ আছে। পুলিশ ঘটনাস্থলে আছে। আমরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে অপ্রীতিকর কোনো কর্মকাণ্ডে এখনও শিক্ষার্থীরা জড়াননি।’

ঝুঁকিমুক্ত ক্লাসরুম ও ভবন নির্মাণ, ছাত্রাবাস নির্মাণ, শিক্ষার্থীদের জন্য বাস, ডাইনিং ও ক্যান্টিন চালুসহ ২২ দফা দাবিতে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আন্দোলনে নামেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ৩ নভেম্বর থেকে তারা চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার একদফার আন্দোলন শুরু করেন।

নগরীর বাদশা মিয়া সড়কে ‘চট্টগ্রাম চারুকলা কলেজকে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সঙ্গে সংযুক্ত করে ২০১০ সালে চারুকলা ইনস্টিটিউট করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে নগরীতে ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

চারুকলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর