Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের জন্য ৭৬ লাখ বই ছাপাবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ২১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য ৭৬ লাখ বই ছাপানের প্রস্তাবে অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের দায়িত্বে বইগুলো ছাপানো হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় শিক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে প্রস্তাবগুলোর বিস্তারিত সংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

বিজ্ঞাপন

সাঈদ মাহবুব খান জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির) বাংলা ও ইংরেজি ভার্সনের ১০টি লটে ৭৫ লাখ ৯৩ হাজার ৯১৮ কপি বই ছাপানো হবে। বইগুলো ছাপাতে এবং বাঁধাই করতে মোট ২৫ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার ৮৪০ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর