Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫০০০ ডলারের বেশি নগদ মুদ্রা রাখতে পারবে না মানি এক্সচেঞ্জ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ২১:১১

ঢাকা: খোলাবাজারে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত মানি এক্সচেঞ্জগুলো প্রতিদিন কেনাবেচা শেষে নিজেদের কাছে নগদ সর্বোচ্চ ২৫ হাজার ডলার কিংবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রাখতে পারবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বৈদেশিক মুদ্রা বেচাকেনার সঙ্গে জড়িত কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান দিন শেষে নিজেদের কাছে ২৫ হাজার ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নগদ রাখতে পারবে। কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে তার চেয়ে বেশি অর্থ থাকলে ব্যাংকে বৈদেশিক মুদ্রা হিসাবে (এফসি হিসাব) জমা রাখতে হবে। সেক্ষেত্রেও সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, এফসি হিসেবে কোনোভাবে ৫০ হাজার ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি জমা রাখতে পারবেন না। এ ছাড়া ব্যবসা পরিচালনায় স্থানীয় মুদ্রায় কোনোভাবেই নগদ ৫০ লাখ টাকার বেশি রাখতে পারবে না। অর্থাৎ যেকোনো সময়ে মানি চেঞ্জার প্রতিষ্ঠানে নগদ আকারে ৫০ লাখ টাকার বেশি রাখা যাবে না।

সারাবাংলা/জিএস/পিটিএম

২৫ হাজার ডলার নগদ মানি এক্সচেঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর