মহাসড়কে পিকনিকের বাস উল্টে নিহত ২
স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২২ ১০:৪৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৫:২০
১১ নভেম্বর ২০২২ ১০:৪৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৫:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পিকনিকের বাস উল্টে দুইজন নিহত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) ভোররাতে উপজেলার চুনতি এলকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন—মো. সাখাওয়াৎ হোসেন (৩৩) ও অভিজিৎ (৩৪)।
হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, পিকনিকের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ভোররাত সাড়ে ৩টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।
‘দুর্ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা কোথা থেকে যাচ্ছিল, সেটা খোঁজ নেওয়া হচ্ছে’- বলেন ওসি।
সারাবাংলা/আরডি/এনএস