Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের ‘জান্নাত হাউজে’ চুরির চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২২ ১৫:১৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৭:৪১

জান্নাত হাউজ, ছবি: সারাবাংলা

গাজীপুর: মহানগরীর পূবাইলের হাড়িবাড়ীর টেক এলাকায় চিত্রনায়ক শাকিব খানের শুটিং স্পট ‘জান্নাত হাউজে’ গভীর রাতে জেনারেটর চুরির চেষ্টা করেছে কয়েকজন দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ ওই হাউজে নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওর শুটিং চলমান রয়েছে। শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন আসবাবপত্র রয়েছে ওই হাউজে।

আজম নামের প্রত্যক্ষদর্শী বলেন, কাজ শেষে ‘জান্নাত হাউজের’ সামনে দিয়ে বাড়ি ফেরার পথে কিছু একটা নড়াচড়ার শব্দ পান। পরবর্তীতে তিনি তার মোবাইলের টর্চ লাইচ জালিয়ে কয়েকজন দুর্বৃত্তকে দেখতে পান। দুর্বৃত্তরা ‘জান্নাত হাউজের’ ভিতরে একটি আম গাছের উপরে বসে দড়ি নিয়ে টানাহেঁচড়া করছে। সেসময় তিনি তাদের পরিচয় জানতে চাইলে দুর্বৃত্তরা আজমকে হুমকি দেয়। পরে আজম খানের চিৎকার শুনে আশেপাশের লোকজন এলে তারা পালিয়ে যায়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ৪-৫জন শাকিব খানের ‘জান্নাত হাউজের’ ওয়াল টপকে প্রবেশ করে। হাউজ থেকে তারা অকেজো এবং পুরনো একটি জেনারেটর চুরির চেষ্টা করছিল। পরে স্থানীয়রা টের পেয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে সিসিটিভি ক্যামেরা ও লাইটিং ব্যবস্থা না থাকায় জড়িতদের শনাক্তকরণ কিছুটা কষ্টকর হবে।

সারাবাংলা/এনএস

গাজীপুর জান্নাত হাউজ টপ নিউজ শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর