Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৪ দিন পর করোনায় আক্রান্তহীন চট্টগ্রাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২২ ১৬:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ৫৪ দিন পর সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর করোনায় আক্রান্তের সংখ্যা শূন্য ছিল চট্টগ্রামে।

শনিবার (১২ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নগরী ও উপজেলার কোথাও করোনায় আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারও মৃত্যুর তথ্যও পাওয়া যায়নি।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৪ জনের নমুনা তিনজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ০.২৪।

বিজ্ঞাপন

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন। মোট মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন।

সারাবাংলা/আরডি/এমও

করোনা চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর