Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলারুশ সীমান্তে দেওয়াল তুলছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২২ ১৬:৪৪

বেলারুশ সীমান্তে কনক্রিট ও কাঁটাতারের দেওয়াল তুলছে ইউক্রেন। বেলারুশ হয়ে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে- এমন আশঙ্কায় কিয়েভ এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেন ইতিমধ্যে ভোলিন অঞ্চলে বেলারুশের সঙ্গে সীমান্তে তিন কিলোমিটার কংক্রিটের দেওয়াল তৈরি করেছে। আরও দুটি অঞ্চলে কনক্রিট ও কাঁটাতার দেওয়াল তৈরির কাজ চলছে।

তবে ইউক্রেন কর্তৃপক্ষ দেওয়ালের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। উল্লেখ্য, বেলারুশের সঙ্গে ইউক্রেনের ১ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে।

গত মাসে বেলারুশে কয়েক হাজার সেনা নতুন করে মোতায়েন করেছে রাশিয়া। এর ফলে বেলারুশ থেকে যৌথ আগ্রাসনের আশঙ্কা করছে কিয়েভ।

বৃহস্পতিবার রয়টার্স ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্ধৃত করে বলেছে, বেলারুশকে হুমকি হিসেবে বিবেচনা করছে কিয়েভ। যদিও বেলারুশ সীমান্তে দুই দেশের সেনারা নিষ্ক্রিয় অবস্থানে রয়েছে।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর