বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
১২ নভেম্বর ২০২২ ২১:১১ | আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২১:১২
ঢাকা: ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। তিন দিনের সফরে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকায় আসেন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ও ভুটানের জন্য নিয়োগ পাওয়া নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দোলায়ে সেক।
আগামীকাল রোববার (১৩ নভেম্বর) তিনি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করবেন বলে বিশ্বব্যাংক ঢাকা অফিস সূত্রে জানা গেছে। ঢাকা সফরকালে তিনি বিশ্বব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গেও বৈঠক করবেন।
গতকাল শুক্রবার বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন রাইজার।
ঢাকা সফরের ব্যাপারে রাইজার বলেছেন, ‘আমি বাংলাদেশে সফরে আসতে পেরে আনন্দিত। আমি বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করব, যা বাংলাদেশকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে রাখতে সহায়ক হবে।
সারাবাংলা/জেজে/আইই