ঢাকা: রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন ট্রাফিক বিভাগে কর্মরত এক পুলিশ সদস্য। অসুস্থ ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই পুলিশ সদস্যের নাম নিহার রঞ্জন দাস (৪৮)।
শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে তাকে বাড্ডা লিংক রোড থেকে উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
হাসপাতালে পুলিশ সদস্য মহসিন হোসাইন জানান, নিহার রঞ্জন দাস রমনা জোন ট্রাফিকের রিজার্ভ অফিসে কর্মরত। সকালে একটি কাজে তিনি সদরঘাটে গিয়েছিলেন। সেখান থেকে ভিক্টোর পরিবহনের একটি বাসে চড়ে শান্তিনগর ফিরছিলেন।
নিহারের বরাত দিয়ে মহসিন হোসাইন জানান, বাসটিতে করে গুলিস্তান আসার পর থেকে আর কোনো কিছু স্মরণ করতে পারছেন না নিহার। ওই বাসটি তাকে বাড্ডা লিংক রোডের রাস্তায় নামিয়ে রেখে গেলে তার মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকেলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তাদের ধারণা, বাসে অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন নিহার রায়। তবে তার কাছ থেকে কি খোয়া গেছে তা জানাতে পারেননি সহকর্মীরা।
ঢামেক হাসপাতালে পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ট্রাফিক পুলিশ সদস্যকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।