Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনের ভাই-বোনের বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২২ ২২:১৯

যুক্তরাষ্ট্রের আরও অন্তত ২০০ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই ও বোন এ তালিকায় রয়েছেন। এছাড়া মার্কিন আইনপ্রণেতা, প্রশাসনের কর্মকর্তা, কর্পোরেট নির্বাহী, সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের পরিবারের সদস্যরা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন নাগরিকরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। মূলত কিয়েভ সরকারকে সমর্থন এবং রাশিয়াভীতি সৃষ্টির অভিযোগে এসব মার্কিন নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

বিজ্ঞাপন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিস্তৃত ও ক্রমবর্ধমান রুশ বিরোধী নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মস্কো নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুক্রবার (১১ নভেম্বর) প্রকাশিত ওই নিষেধাজ্ঞার তালিকায় জো বাইডেনের ভাই জেমস ও ফ্রান্সিস এবং বোন ভ্যালেরি রয়েছেন। এছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে মস্কো।

তালিকায় রয়েছেন, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের, স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ের বেসেররা, আটলান্টিকের লেখক এবং রাশিয়া বিশেষজ্ঞ অ্যান অ্যাপেলবাউম এবং পলিটিকোর প্রধান সম্পাদক ম্যাথিউ কামিনস্কি।

এর আগেও বাইডেনের আত্মীয়-স্বজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রেমলিন। রুশ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন বাইডেন নিজে, তার স্ত্রী জিল বাইডেন, ছেলে হান্টার এবং মেয়ে অ্যাশলে বাইডেন। এছাড়া স্পিকার ন্যান্সি পেলোসি ছাড়াও মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের প্রভাবশালী ও সুপরিচিত সদস্য, সাংবাদিক, ব্যবসায়ীসহ প্রায় ১ হাজার মার্কিন নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

জো বাইডেন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর