ঢাকা: হজযাত্রীদের সৌদি আরব যাত্রা সহজ করতে ‘রোড টু মক্কা’ নামে একটি সমঝোতা স্মারকে সই করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে ঢাকায় সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ‘আমরা দু’টি সমঝোতা স্বারকে স্বাক্ষর করেছি। সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্টের আওতায় দুই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রশিক্ষণের বিষয় থাকবে। আর দ্বিতীয় চুক্তি ‘‘রোড টু মক্কা’’ এর আওতায় হজযাত্রীদের কিভাবে আরও সুবিধা দেওয়া যায় সেটা থাকবে।’
তিনি বলেন, ‘আমাদের দেশ থেকে প্রচুর লোক প্রতি বছর হজ, ওমরাহ এবং ব্যবসায়ীক কাজে সৌদি আরবে যান। এ ছাড়া শিক্ষার জন্যও যান। রোড টু মক্কার মাধ্যমে তাদের যাতায়াত নির্বিঘ্ন হবে। যাত্রীদের ইমিগ্রেশন, লাগেজ চেকিং সব বাংলাদেশ কাস্টমস থেকে হয়ে যাবে। ফলে তাদের দ্বিমুখী চেকিংয়ের ঝামেলা পোহাতে হবে না।’
এ ছাড়া যাত্রীদের ভিসা সহজ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, অদক্ষ শ্রমিকদের পাশাপাশি দক্ষ শ্রমিকদের বিশেষ গুরুত্ব দেবে সৌদি আরব।’ এর বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বাংলাদেশ সেজন্য প্রশিক্ষণ কেন্দ্র করেছে, সেখানে প্রশিক্ষিত করেই জনশক্তি রফতানি করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে বিভিন্ন পেশায় যুক্ত আছেন ২৭ লাখ ৬০ হাজার বাংলাদেশি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সেখানে অনেক শ্রমিকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে অবৈধ হয়ে পড়েছেন। তাদের পাসপোর্ট নবায়নের বিষয়টি আলোচনায় এসেছে।’
মন্ত্রী বলেন, ‘সৌদি আরব বলেছে, পাসপোর্ট দ্রুত নবায়নের ব্যবস্থা করা যায় কীনা। তাকে জানানো হয়েছে যে আমরা ই-পাসপোর্ট দিচ্ছি সেজন্য কিছুটা দেরি হচ্ছে। তবে বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান এদের মধ্যে তিন লাখ রোহিঙ্গা সৌদি আরব বসবাস করে। এরা তিন প্রজন্ম ধরে সেখানে বাস করছে। এদের কেউ কেউ বাংলাদেশ হয়ে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গেছে। আবার কেউ পাকিস্তান আমলে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করেছে। যারা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেছে তাদের পাসপোর্ট নবায়ন করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। সে জন্য কেবল তাদেরকে কনসার্নে রাখা হবে অন্য রোহিঙ্গাদের না।
এর আগে সকাল ৯ টা ৫০ মিনিটে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে আসেন। সেখানে পৌঁছালে তাদের গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রয়েছেন জন নিরাপত্তা বিভাগের জেষ্ঠ্য সচিব মো. আমিনুল ইসলাম খান, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।