রাজধানীর সৌন্দর্যবর্ধনে অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক
১৩ নভেম্বর ২০২২ ১৬:৫৬
ঢাকা: রাজধানী ঢাকা শহরের সৌন্দর্য্যবর্ধনে অর্থ সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ‘বিউটিফিকেশন অব ঢাকা’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। যা বাস্তবায়নের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। আর প্রকল্পটিতে বিশ্বব্যাংক অর্থায়ন করবে।
রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারের সঙ্গে অর্থমন্ত্রীর এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক রাজধানীর বিউটিফিকেশন প্রকল্পে অর্থায়ন করতে সম্মত হয়েছে। অর্থায়নের আগে এ প্রকল্পে সমীক্ষা চালাবে বিশ্বব্যাংক। তারপর শুরু হবে প্রকল্পের কাজ। এ প্রকল্পের আওতায় ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথগুলোর নাব্যতা নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। ১৯৭২ সাল থেকে সংস্থাটি বাংলাদেশকে সহযোগীতা করছে। এ পর্যন্ত বাংলাদেশকে ৩৭ বিলিয়ন ডলার ঋন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এরমধ্যে ছাড় হয়েছে প্রায় ২৭ বিলিয়ন ডলার যা টাকার অংকে দুই হাজার ৭০০ কোটি টাকা। এ পর্যন্ত সুদ-আসলে মিলে ৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার অর্থাৎ ৬৩৬ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ।’
উল্লেখ্য, তিন দিনের সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার শনিবার (১২ নভেম্বর) রাতে ঢাকায় আসেন।
সারাবাংলা/জেআর/ইআ