শর্ত সাপেক্ষে ঝুমন দাসের হাইকোর্টে জামিন
১৩ নভেম্বর ২০২২ ১৮:২২
ঢাকা: ফেসবুকে ‘উসকানিমূলক পোস্ট’ দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাসকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ বা উসকানিমূলক কোন পোস্ট না দেওয়ার শর্তে তাকে এই জামিন দেওয়া হয়।
রোববার (১৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল।
এর আগে ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল আদালতে তার জামিন নাকচ হয়।
ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ৩০ আগস্ট ঝুমন দাসকে গ্রেফতার দেখায় পুলিশ। এর পরদিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে বিচারিক আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে হাইকোর্টে জামিন আবেদন করে ঝুমন।
গত বছরের ১৬ মার্চ ফেসবুকে একটি পোস্ট দেন ঝুমন দাস। এদিন রাতেই ঝুমনকে আটক করে শাল্লা থানা পুলিশ। এর জের ধরে ১৭ মার্চ নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও পারিবারিক মন্দিরে হামলা চালানো হয়। পরে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২২ মার্চ শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এই মামলায় ২৩ মার্চ ঝুমনকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের ছয় মাস পর হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হন ঝুমন দাস।
সারাবাংলা/কেআইএফ/ইআ