Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজ্ঞান পার্টির কবলে পড়ে লাখ টাকা খোয়ালেন কৃষক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২২ ১৯:২৮

ঢাকা: রাজধানীতে চলন্ত বাসের ভিতরে হাদিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। তার কাছ থেকে লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে। পেশায় কৃষক হাদিউল চাচাতো ভাইকে বিদেশে পাঠানোর জন্য কাগজপত্র বানাতে ওই টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে বলাকা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। পরে অচেতন ওই ব্যক্তিকে শাহজাহানপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বাসটির যাত্রী রিয়াজুল হক রাজা জানান, সায়দাবাদগামী বলাকা পরিবহনের বাসটিতে তেজগাঁও থেকে ওঠেন তিনি। তখন বাসের সিটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই ব্যক্তিকে। পরে বাস চালকের সহায়তায় শাহজাহানপুর ইসলামিয়া হাসপাতালের সামনে নামিয়ে ওই হাসপাতালে নিয়ে যান। পরে শাহজাহানপুর থানায় খবর দেন।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই ব্যক্তি বাসের ভিতর অজ্ঞানপার্টির কবলে পড়েছেন ধারণা করা হচ্ছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাসপাতালে গিয়ে হাদিউলের পরিচয় শনাক্ত করেন তার প্রতিবেশী মো. নজরুল ইসলাম। তিনি জানান, তাদের বাড়ি ময়মনসিংহ গফরগাঁও উপজেলায়। হাদিউল গ্রামে কৃষি কাজ করেন। এক চাচাতো ভাইকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে কাগজপত্র করাতে লক্ষাধিক টাকা নিয়ে আজ একাই গ্রাম থেকে বনানীতে তার কাছে আসছিলেন হাদিউল। দুপুরের পর হাদিউলের মোবাইল ফোন থেকেই খবর পান, বাসের ভেতর অচেতন অবস্থায় পাওয়া গেছে হাদিউলকে। পরে হাসপাতালে এসে হাদিউলকে অচেতন অবস্থায় পাই। তবে হাদিউলের সঙ্গে সেই টাকা পাওয়া যায়নি। অজ্ঞান পার্টির কবলে পড়ে টাকাগুলো হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনএস

অজ্ঞান পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর