Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারদিন হত্যা মামলায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র‌্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ০৯:৪২

ফারদিন নূর পরশ, ছবি: সংগৃহীত

ঢাকা: বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় চাঞ্চল্যকর অগ্রগতির তথ্য দিয়েছে র‍্যাব। সংস্থাটি বলছে, শীর্ষ মাদক ব্যবসায়ী রায়হান গ্যাং ফারদিন হত্যার নেপথ্যে কাজ করেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

গতকাল সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফারদিন হত্যার চাঞ্চল্যকর এসব তথ্য জানতে পেরেছে বলে র‍্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছে। যেকোনো সময় তাদের গ্রেফতারও করা হবে।

সূত্র জানিয়েছে, আলোচিত এই হত্যার ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজন নজরদারিতে রয়েছে। যারা বুয়েট শিক্ষার্থী ফারদিনকে পিটিয়ে হত্যা করেছে।’

নারীঘটিত কিংবা মাদকের কোনো সম্পৃক্ত পাওয়া গেছে কি না— এ প্রশ্নের জবাবে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ফারদিনের সঙ্গে আমরা নারীঘটিত বা মাদকের কোনো সম্পৃক্ততা পাইনি। তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘিরে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে নিয়ে যাওয়া হয়।’

চনপাড়া কীভাবে গেল?- জানতে চাইলে র‍্যাব কর্মকর্তা বলেন, ‘চনপাড়া বস্তি থেকে ফারদিনের বাসা তিন কিলোমিটার দূরে। আর ফারদিন বস্তির ভিতরে যায়নি। মেইন রোড থেকেই তাকে ঘিরে রেখে ভিতরে নেওয়া হয়েছে বলে ধারণা করছি। এরপর পিটিয়ে মারা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত সিটি শাহীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।’

সারাবাংলা/ইউজে/এনএস

টপ নিউজ ফারদিন নূর পরশ ফারদিন হত্যা মামলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর