Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলমাকান্দায় বন্যহাতি তাড়াতে গিয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১৬:৫১

নেত্রকোনা: নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় মাঠের ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে নুরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্নাসী পাড়া গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ জানান, হঠাৎ করে ভারতের বেদগড়া থেকে বাংলাদেশের নেত্রকোনা সীমান্তে কৃষকদের ফসলের ক্ষেতে একদল বন্যহাতি চলে আসে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

গ্রামবাসীর আট-নয় জনের একটি দল বন্যহাতি তাড়াতে মাঠে যায়। এসময় বন্যহাতি গ্রামবাসীদের তাড়া করে। অন্যরা পালিয়ে যেতে পারলেও নুরুলকে শুঁড়ে আটকে আছাড় মারে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা নুরুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এমও

কলমাকান্দা কৃষকের মৃত্যু টপ নিউজ বন্যহা‌তি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর