Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উপনির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ২০:২০

ঢাকা: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচন গাইবান্ধা উপনির্বাচনের মতো দেখতে চান না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছি। তবে এটি নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। দু’একদিনের মধ্যে এটি নিয়ে বসব। আশা করছি সামনের সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।

তিনি বলেন, দু’টি রিপোর্ট পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কী ব্যবস্থা হবে কিভাবে নেওয়া হবে এই বিষয়ে এখন কিছু বলা সম্ভব নয়। আলোচনা না করে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে শাস্তি দৃষ্টান্তমূলক হবে বলেও তিনি উল্লেখ করেন।

গাইবান্ধায় যে ঘটনা ঘটেছে সেটাকে বিচ্ছিন্ন উল্লেখ করে এই কমিশনার বলেন, যেটা ঘটে গেছে তা ঘটে গেছে। কিন্তু তারপর জেলা পরিষদ, পার্বতীপুর পৌরসভা ও ফরিদপুর উপনির্বাচন ভালো হয়েছে। কোথাও কোনো নেগেটিভ কথাবার্তা নেই। মাঠ প্রশাসন আমাদের সহযোগিতা করবে না– এই ধরনের কোনো বিষয় মনে হচ্ছে না। নির্বাচন ধারাবাহিকভাবে চলছে। মাঠপ্রশাসন ভালোই রেসপন্স করছে।

সারাবাংলা/জিএস/আইই 


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর