Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্কুল হয়ে গেছে কারাগার, কোচিং সেন্টারগুলো কনডেম সেল’

সারাবাংলা ডেস্ক
১৫ নভেম্বর ২০২২ ২২:২০

চট্টগ্রাম ব্যুরো: একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে ‘বন্দিশালায় শিক্ষাগ্রহণ’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ‘উচ্চ শিক্ষার মান: প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আবুল মোমেন এ মন্তব্য করেন। দৈনিক সমকাল এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

আবুল মোমেন বলেন, ‘একটি বাঘের পাঁচ বর্গকিলোমিটার বিচরণ ক্ষেত্র লাগে। তাহলে একটি শিশুর কতটুকু লাগা উচিত ? আমাদের শৈশবে আমরা দুই-তিনটা পাড়া নিয়ে বড় হয়েছি। এখন শিশুরা ফ্ল্যাটে খাঁচার ভেতরে বড় হচ্ছে। স্কুল হয়ে গেছে কারাগারের মতো। কোচিং সেন্টার হয়ে গেছে কনডেম সেল। যাতায়াত করে রিকশা, সিএনজি অটোরিকশা ও গাড়িতে। এগুলোও একেকটা বন্দিশালা। একজন বন্দি মানুষ কিভাবে শিক্ষাগ্রহণ করবে, এটা ভাবার সময় এসেছে এবং ভাবতে হবে।’

বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘উচ্চশিক্ষার মুল বিষয় গবেষণা। যেখানে গবেষণা হয় না, শিক্ষার পরিবেশ থাকে না, সেখানে মানসম্মত শিক্ষা কিভাবে হবে। উপাচার্যের জন্য লবিং আর লবিং। আমার যোগ্যতা আমাকে ওই পদে নিয়ে যাবে। লবিং করতে হবে কেন ? শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো ইন্ডাষ্ট্রি নয় যে, কিছু পণ্য তৈরি করলাম, তারপর তা বাজারজাত করে দিলাম। একসময় শিক্ষার্থীরা খেলাধুলা করতো, সংস্কৃতিচর্চা করতো। এখন তাদের বইয়ের বোঝা নিয়ে স্কুলে যেতে হয়। তারা এখন পাখির মতো খাঁচাবন্দি।’

নগরীর আগ্রাবাদে দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।

চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমনের সঞ্চালনায় বৈঠকে বিষয়ের ওপর ধারণাপত্র পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচনায় আরও অংশ নেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল খান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দার খান, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য (ইউএসটিসি) অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসাইন শরীফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবির, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের

ট্রেজারার অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর এবং সমকালের প্রধান প্রতিবেদক লোটন একরাম।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর