‘লক্ষ্য একটাই, স্বল্প সময় ও খরচে ন্যায়বিচার নিশ্চিত করা’
১৫ নভেম্বর ২০২২ ২২:৪৫
ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমাদের লক্ষ্য একটাই। সেটা হলো- স্বল্প সময়, স্বল্প খরচে বিচার প্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যহারের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তথা বিচার বিভাগ আজ এক নতুন দিগন্তে পদার্পণ করতে যাচ্ছে। একবিংশ শতকের পরিবর্তিত প্রেক্ষাপটে ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারায় বিচার বিভাগে আজ তথ্যপ্রযুক্তি নির্ভর একগুচ্ছ পরিষেবার সার্থক প্রবর্তন হতে যাচ্ছে।’
প্রধান বিচারপতি বলেন, ‘যে ছয়টি প্রযুক্তিনির্ভর টুলস আজ এখানে যুক্ত হবে- সেগুলো বিচার বিভাগকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর করার প্রাথমিক পদক্ষেপ মাত্র। আজ উন্মুক্ত হওয়া সফটওয়্যার, অ্যাপস ও ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর প্রত্যেকটি স্বতন্ত্র উপযোগিতায় সমৃদ্ধ। যে কাজগুলোর জন্য আগে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতে হতো সেগুলো কয়েকটি ক্লিকে নিমিষেই সম্পাদিত হবে।’
আগামী দিনের বিচার ব্যবস্থার তথ্য-প্রযুক্তির অবাধ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদর লক্ষ্য একটাই। সেটা হলো স্বল্প সময়, স্বল্প খরচে বিচার প্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা। সেলক্ষ্যে বিচার ব্যবস্থাকে একটি তথ্যপ্রযুক্তি- নির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণে আমাদের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেআইএফ/এমও