যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমীতে ওয়ার্কশপ অনুষ্ঠিত
সারাবাংলা ডেস্ক
১৬ নভেম্বর ২০২২ ১৭:১৩
১৬ নভেম্বর ২০২২ ১৭:১৩
ঢাকা: সম্প্রতি যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমীর উদ্যোগে যমুনা ব্যাংক টাওয়ারে অবস্থিত একাডেমীর মিলনায়তনে “ট্রান্সফরমিং টুয়ার্ডস গ্রীন এ্যান্ড সাস্টেইনেবল ইকনোমি ইন বাংলাদেশ এ্যান্ড রিফাইন্যান্স স্কিমস অফ বাংলাদেশ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সাসটেইনেবল ফাইনান্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংকের সম্মানিত পরিচালক মো. রজব আলী ও অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী ওয়ার্কশপটি পরিচালনা করেন।
যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সাসটেইনেবল ফাইন্যান্স কমিটির প্রধান মো. আবদুস সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, সাসটেইনেবল ফাইনান্স ইউনিটের সিনিয়র কর্মকর্তারাসহ যমুনা ব্যাংকের উল্লেখ্যযোগ্য সংখ্যক সম্মানিত গ্রাহক, করপোরেট অফিসের ও বিভিন্ন শাখার ১৫০ কর্মকর্তা ওয়ার্কশপে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন।
সারাবাংলা/ইআ