Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসব্যাপী ‘আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স উৎসব’ শুরু

সারাবাংলা ডেস্ক
১৬ নভেম্বর ২০২২ ১৮:২০

ঢাকা: দেশের রেমিট্যান্স প্রবাহকে আরও সচল করার লক্ষ্য নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করল মাসব্যাপী ‘আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স উৎসব’। এখন থেকে আইএফআইসি ব্যাংক-এর গ্রাহকরা সপ্তাহের ৭ দিনই তাদের অ্যাকাউন্টে রেমিট্যান্সের টাকা গ্রহণ করতে পারবেন।

বুধবার (১৬ নভেম্বর)  বুধবার আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) সৈয়দ মনসুর মোস্তফা এবং আইএফআইসি ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে রেমিট্যান্স সেবায় আইএফআইসি-র সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানিগ্রাম বাংলাদেশ-এর বিজনেস স্পেশালিস্ট খাইরুল আল আমিন, রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এ কে এম নাজমুল হোসেন, মাস্টার কার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশ-এর হেড অব অপারেশনস্ মো. শিহাব হাসান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আইএফআইসি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ‘বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের হাতে আমরা দ্রত, সহজে এবং নিরাপদে রেমিট্যান্স পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছি। আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে, সম্মিলিতভাবে আমরা এই রেমিট্যান্স খাতকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারর।’

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

চবিতে অনলাইনে চলবে ক্লাস
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩

ডেঙ্গু : চট্টগ্রামে প্রাণ গেল ২ নারীর
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০০

রাফির নায়িকা তানজিন তিশা
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯

সম্পর্কিত খবর