Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণসমাবেশ ঘিরে সিলেটে বিএনপি’র তোড়জোড়, প্রস্তুত মঞ্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১২:৩৮

সিলেট: সিলেটের আলিয়া মাদরাসা ময়দানে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে ৭০ ফুট লম্বা মঞ্চ নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া গোটা মাঠে নতুন মাটি ফেলে প্রস্তুত করা হয়েছে। নেতাকর্মীদের রাতে অবস্থানের জন্য কুয়াশার কথা চিন্তা করে তাবু টানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘সমাবেশের দিন ধর্মঘট আহ্বান করার কারণে আগেভাগেই নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে চলে আসছেন। সকাল থেকে নেতাকর্মীরা সিলেটে আসতে শুরু করেছেন। আমাদের তরফ থেকে তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, ‘মাঠ প্রস্তুত। দুপুরে সমাবেশের সিলেট বিভাগের সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে কেন্দ্রীয় একটি টিম সিলেটে আসবেন। তারা বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করবেন।’ বিএনপি’র এই সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ ১২ বছর পর নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন বলে জানান তিনি।

এদিকে বিএনপি’র গণসমাবেশকে কেন্দ্র করে নগরে চৌহাট্টা, রিকাবীবাজার, জিন্দাবাজারসহ কয়েকটি এলাকায় বড় বড় বিলবোড, ব্যানার সাঁটিয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা। সিলেট নগরে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সমাবেশকে সামনে রেখে শোডাউন দেওয়া হচ্ছে। এছাড়া নেতারা ট্রাকযোগে নগরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন।

দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটে এবার স্মরণকালের বড় সমাবেশ হবে বলে আমরা আশা করছি। কোনো বাধাই মানুষের স্রোতকে দমিয়ে রাখতে পারবে না। মানুষ সরকারের প্রতি অনাস্থা জানাতে মাঠে ছুটে আসবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই সমাবেশের পর সিলেটে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবে। আন্দোলন সফল করতে এই সমাবেশ প্রেরণা হিসেবে কাজ করবে।

সারাবাংলা/এমও

গণসমাবেশ বিএনপি বিভাগীয় গণসমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর