ঝিনাইদহ: হরিণাকুন্ডুতে এক আলমসাধু চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ভালকী গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গ্রামের কৃষকেরা মাঠে ধান কাটতে যাওয়ার পথে মেহগনি বাগানে ওই গ্রামের জসিম উদ্দিনকে পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন এসে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জসিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গতকাল রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয় জসিম উদ্দিন। এরপর রাতে আর সে বাড়ি ফেরেনি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।