Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ইজতেমা শুরু, আসছেন মুসল্লিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৪:৪৫

সিলেট: আঞ্জুমানে হেফাজত ইসলাম’র ৭০ বছর পূর্তি উপলক্ষে দু’দিনের ইজতেমা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে। এতে আসতে শুরু করেছেন মুসল্লিরা।

আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির হযরত মাওলানা মুফতি রশীদুর রহমান ফারুকের আহ্বানে সিলেট শহরতলীর ট্রাক টার্মিনালে এবার ইজতেমা হচ্ছে। মঙ্গলবার রাত থেকে ইজতেমা মাঠে অবস্থান করছেন আয়োজক সংগঠনের আমির। সঙ্গে মুসল্লিদের বড় বহরও।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম’র নায়েবে নাজিম মাওলানা সাদ আমীন জানিয়েছেন, বাদ ফজর থেকে দু’দিনব্যাপী এই ইজতেমার মূল পর্ব শুরু হয়েছে। সকাল থেকে বয়ান শুরু হয়েছে। এতে দেশ বিদেশের শীর্ষ আলেমরা বয়ান রাখবেন বলে জানান তিনি।

এবারের ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে জানান তিনি।

ইজতেমার নিরাপত্তায় পুলিশের তরফ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একাধিক টিম ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা রয়েছেন। আগামীকাল সকালে আখেরি মোনাজাতে মধ্যে দিয়ে দু’দিন ব্যাপী এ ইজতেমা শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সারাবাংলা/এমও

ইজতেমা শুরু মুসল্লি সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর