Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবির চাকরিচ্যুত ৩ শিক্ষককে পুনর্বহালের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২২ ১৫:৪০

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোয় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণ করাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের স্বপদে পুনর্বহাল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শিক্ষকদের আবেদনে জারি করা রুল শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া।

বিজ্ঞাপন

খুবির ওই তিন শিক্ষক হলেন— বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজল, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম।

তিনি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষককে ২০২০ সালের ১ ও ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানোর কারণে চাকরিচ্যুত করা হয়। এরপর সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ উচ্চ আদালতে রিট দায়ের করেন তিন শিক্ষক। এরপর ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি রিটের শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি স্থিতাবস্থার আদেশ দেন।

এ বিষয়ে আজ শুনানি শেষে হাইকোর্ট শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন এবং তিন শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করার আদেশ দিয়েছেন।

ওই শিক্ষকদের ২০২১ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বরখাস্ত ও অপসারণের সিদ্ধান্ত হয়। পরে ২৮ জানুয়ারি এ বিষয়ে চিঠি ইস্যু করেন রেজিস্ট্রার। সে চিঠি প্রত্যাহার চেয়ে ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষকদের পক্ষে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাব না পেয়ে তারা এ রিট দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনএস

খুলনা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর