Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাহারাদার হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী প্রস্তুত থাকবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২২ ১২:১৬

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি-জামায়াত যেখানেই সন্ত্রাস করবে সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে নিয়ে এই সন্ত্রাসীদের প্রতিহত করবে। এদের রুখে দেওয়ার জন্য জনগণের পাহারাদার হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকবে।’

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে উপকমিটির সদস্য সচিব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সভা পরিচালনা করেন।

স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। কাজেই সম্মেলনের শৃঙ্খলা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি, এই বিষয়ে আলোচনা হবে। আপনারা আপনাদের পরামর্শ দেবেন। কারণ আমরা এর আগেও এই দায়িত্ব পালন করেছি।’


ডিসেম্বরে বিএনপির ঢাকায় সমাবেশ করে সরকার পতনের নানা হুমকি-ধামকি দিচ্ছে। আবার এই ডিসেম্বরেই আপনাদের দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কোনো সংঘাতের আশঙ্কা করছেন কি না— এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনকে সাফল্যমন্ডিত করা আমাদের লক্ষ্য। বিএনপি-জামায়াতের নেতারা কি করছে? কি করবে? তা নিয়ে আমাদের ভাবনা নেই। আমরা এটা নিয়ে মাথা ঘামাইও না। যদি কেউ জনসভার নামে নৈরাজ্য করে উশৃঙ্খল আচরণ করে তার জবাব বাংলাদেশের মানুষ দিতে পারে এবং দিয়েছে। অতীতেও আমরা দেখেছি এবং আগামীতেও যদি করতে চায় তার জবাব আওয়ামী লীগের নেতা কর্মীরা তখন ওই জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, সতর্ক থাকবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের অর্জন সাফল্য এবং গৌরবগাঁথা ইতিহাস আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে উল্লেখ করে নাছিম বলেন, ‘কাজেই আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে সারাদেশে নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উৎসবের সৃষ্টি হয়। কিন্তু এবার বৈশ্বিক সংকট তথা অর্থনৈতিক মন্দার বিষয়টি মাথায় নিয়ে এবারের সম্মেলন কিন্তু সাদামাটাভাবে আয়োজন করা হবে। এখানে উচ্ছ্বাস থাকবে, বিপুল অংশগ্রহণ থাকবে, নেতাকর্মীদের আগ্রহ থাকবে কিন্তু বর্ণিল আয়োজন করা হবে না। কোন বাহুল্যতা ও আলোর ঝলকানি থাকবে না।’

সভায় উপস্থিত ছিলেন- হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ নেতাকর্মী

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর