Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট, স্বেচ্ছাসেবক দলের কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২২ ২১:২১

নাহিদ ইসলাম নাহিদ

মানিকগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কর্মীর নাম নাহিদ ইসলাম নাহিদ (২৫)।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে নাহিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করে। তারপর গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে নাহিদ ইসলামকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত নাহিদ ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া এলাকার ইজ্জত আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী বলে জানা গেছে।

মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, ‘নাহিদুল ইসলাম পৌর ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন।’

ওই সংবাদ বিজ্ঞপ্তি ও ডিবি সূত্রে জানা গেছে, ‘গত ৩০ অক্টোম্বর নাহিদ ইসলাম তার নিজের ফেসবুকে আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে পোস্ট দেন। সেখানে লেখা হয়- ‘অন্যায়কারীকে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই জালিম শাসক হাজারো নিষ্পাপ শিশুদের এতিম করেছে, অনেক বোনকে বিধবা করেছে, মা-বাবাকে করেছে সন্তান হারা। ইনশাল্লাহ এই জালিম শাসক এবং তাহাদের সাঙ্গ-পাঙ্গদের পতন এখন শুধু সময় মাত্র।’

এছাড়া নাহিদ অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় পরস্পর যোগসাজশে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ মানহানিকর তথ্য প্রচার করেছেন। আক্রমনাত্মক ও মিথ্য তথ্য প্রদান করে জনমনে ভীতি তৈরি করছেন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং জনমনে ভীতি তৈরি করতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করেছেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞাপন

জেলা ডিবির পরিদর্শক (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মামলার পর গত বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে নাহিদ ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আজ শুক্রবার বিকেলে পাঁচ দিনের রিমাণ্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিষয়টি জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল টিমের নজরে আসে। এরপর রাতে জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে নাহিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

সারাবাংলা/এনএস

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি মানিকগঞ্জ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর