Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজর জেনারেল আমিনুলের পিএইচডি ডিগ্রি লাভ

সারাবাংলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২২ ১৩:০০

মেজর জেনারেল একেএম আমিনুল হক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পিএইচডি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল একেএম আমিনুল হক। আর্থ অ্যান্ড এনাভায়রলমেন্টাল সায়েন্সেস অনুষদের অধীনে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ থেকে এই ডিগ্রি লাভ করেন তিনি।

শনিবার (১৯ নভেম্বর) ঢাবির ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে পিএইচডি সম্মাননা লাভ করেন মেজর জেনারেল একেএম আমিনুল হক।

তার গবেষণার বিষয় ছিল— ‘ডেভেলপমেন্ট অব ওপেন স্পেস ম্যনেজমেন্ট সিস্টেম টু রেসপন্স সিনারিও আর্থকোয়েক ইন ঢাকা মেট্রোপলিটন এরিয়া।’

উল্লেখ, মেজর জেনারেল আমিন কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএসসি পাশ করেন। পরে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়াও তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিইউপি থেকে দুটি মার্স্টাস ডিগ্রি অর্জন করেন আমিন। সকল পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি।

সারাবাংলা/এনএস

মেজর জেনারেল আমিনুল হক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর