Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে: ড. কামাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২২ ১৫:২৪

ঢাকা: গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সংবিধানের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে সবাইকে মাঠে নামতে হবে। পাড়া-মহল্লায় সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

শনিবার (১৯ নভেম্বর) প্রেসক্লাবে ‘সংবিধানের ৫০ বছর এবং নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। গণফোরাম এই সভার আয়োজন করে।

আলোচনায় সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘দেশের সংবিধান যখন উন্নয়ন করা হয়, তখন আমাদের অভিজ্ঞতা ছিল না। কারণ অনেক দেশেরই সংবিধান ছিল না। সে তুলনায় আমাদের সংবিধান শ্রেষ্ঠ সংবিধান। আজ সংবিধান কাটাছেঁড়া করতে করতে হযবরল হয়ে গেছে।’

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। সংবিধানে বলা আছে জনগণ সব ক্ষমতার উৎস। আগামী নির্বাচনে জনগণ তাদের ক্ষমতা প্রয়োগ না করতে পারলে সব ব্যর্থ হবে। দু’টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালনা করার কথা ছিল। এ বিষয়ে সব রাজনৈতিক দল রাজিও ছিল কিন্তু পঞ্চম সংশোধনী তা বদলে দিয়েছে। সংবিধানের চতুর্থ এবং পঞ্চম সংশোধনী সবচেয়ে খারাপ সংশোধনী।’

গণফোরাম নেতা মফিজুল ইসলাম খান কামাল বলেন, ‘দেশ কিভাবে চলবে, বিচারব্যবস্থা কিভাবে চলবে, রাষ্ট্রযন্ত্র কিভাবে চলবে, কে কিভাবে দায়িত্ব পালন করবে সেগুলো লিখিত রয়েছে সংবিধানে। সংবিধানে যা লিপিবদ্ধ আছে, সেভাবে কি দেশ চলছে? এ প্রশ্ন আজ ১৮ কোটি মানুষের মাঝে।’

দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, সাংবাদিক আবু সাঈদ খান বলেন, ‘সংবিধান পরিবর্তন হতে পারে দেশের স্বার্থে। ক্ষমতায় টিকে থাকার জন্য নয়। সংবিধানে অনেক কথা বলে পাতা ভরা হয়েছে। কিন্তু জাতিসত্তাদের নাম লেখা হয়নি। আদিবাসী উপজাতিসহ ক্ষুদ্র সংখ্যালঘুদের উপহাস করা হয়েছে। অথচ প্রধানমন্ত্রীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। দলীয় এমপিরা ভয়ে সত্য কথা বলতে পারে না। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

সভার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফর উল্লাহ, গণফোরামের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমানসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণফোরাম ড. কামাল হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর