বিএসএফ-বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
১৯ নভেম্বর ২০২২ ২৩:০০
চুয়াডাঙ্গা: দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের অপর পাশে ভারতের অভ্যন্তরে নদীয়া জেলায় গেদেয় বিএসএফ-বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) ভারতীয় সময় বেলা ১২টায় নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পে এ বৈঠক শুরু হয়ে এদিন বিকাল ৫টা পর্যন্ত চলে। দুদেশের চলমান সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় বিজিবির প্রতিনিধি দল বিএসএফ ক্যাম্পে পৌঁছুলে বিএসএফের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। অত্যন্ত সোহার্দ্যপুর্ণ পরিবেশে এ বৈঠক চলে।
বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন মো. জাবেদের নেতৃত্বে বিজিবির ৭জন অফিসার এবং বিএসএফের কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি সঞ্জয় কুমারের নেতৃত্বে ১০জন অফিসার এ বৈঠকে অংশ নেন।
বিজিবির পক্ষে ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল শাহিন আজাদ, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সেলিমউদ্দোজা, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ সোহেল আহমেদ, অতিরিক্ত পরিচালক মেজর আবু সাঈদ মোহাম্দ মেহেদী হাসান ও চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী।
বিএসএফের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি শ্রী সঞ্জয় কুমারের নেতৃত্বে ছিলেন স্টাফ অফিসার প্রীথভি সিং, ব্যাটালিয়ন কমান্ডার দেশ রাজ সিং, সঞ্জয় প্রাসাদ সিং, বিএম রাও, সুরেশ কুমার, টু আইসি সুরেশ কুমার, মানদিপ পিলানিয়া, নাগেন্দ্র পাল।
বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন মোঃ জাবেদ জানান, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা বন্ধে জোরালো ভুমিকা, সেই সঙ্গে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপশি মাদকসহ সবধরনের চোরাচালান বন্ধ, নারী-শিশু পাচার রোধ, সীমান্তের সবধরনের অপরাধ বন্ধসহ দুদেশের সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিএসএফ-বিজিবি যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেছে।
বৈঠক শেষে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সর্ম্পক আরো সূদৃঢ় করতে উপহার বিনিময় করা হয়।
সারাবাংলা/একে