Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র অধিকারের ১৫ নেতাকর্মীর জামিন, বাধা নেই মুক্তিতে

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২২ ১৭:৩২

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের করা মামলায় ছাত্র অধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২০ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এই আদেশ দেন। এর ফলে তাদের মুক্তিতে কোনো বাধা রইলো না।

এর আগে, আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, জীশান মহসীন, খাদেমুল ইসলাম, মো. পারভেজসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

জামিন পাওয়া আসামিরা হলেন- আরিফুল ইসলাম, তসলিম হোসাইন অভি, তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, এইচ এম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, ওমর ফারুক জিহাদ, মো. আবু কাউছার, মো. মোয়াজ্জেম হোসেন রনি, শাহ ওয়ালিউল্লাহ, রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ ও মো. রাকিব।

গত ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্বিবদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র অধিকারের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগ। পরে ঢাকা মেডিক্যাল কলেজে দ্বিতীয় দফায় হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের সহায়তায় এই ২৪ নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

এরপর ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে দলটির দুই কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় দু’টি মামলা দায়ের করে।

সারাবাংলা/এআই/এমও

ছাত্র অধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর