Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবননগরে ২ প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকারের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২২ ১৮:০৮

চুয়াডাঙ্গা: জীবননগরে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করে ওই দুই প্রতিষ্ঠানের মালিককে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলার জীবননগর উপজেলা শহরের তরফদার নিউ মার্কেটের মেসার্স গাজী স্টোরে তদারকিতে অধিক দামে চিনি বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় সেখান থেকে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলী আজগরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ খারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এরপর একই শহরের চ্যাংখালী রোডে মেসার্স সাজঘরে তদারকি করে আমদানিকারকের স্টিকার ও মেয়াদ-মূল্যবিহীন নিম্নমানের অবৈধ বিদেশি কসমেটিকস জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আশরাফুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-৫১ ও ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকরা মালামাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

তদারকিতে আরও উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আনিসুর রহমান ও জেলা পুলিশের একটি দল।

সারাবাংলা/এমও

জীবননগর ভোক্তা অধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর