Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রসিক নির্বাচনে মোস্তফাকে দেওয়া জাপার মনোনয়ন অবৈধ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২২ ১৮:৩৮

রংপুর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের মহাসচিব মোস্তাফিজার রহমান রহমানকে যে মনোনয়নপত্র দেওয়া হয়েছে সেটা অবৈধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির বহিস্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর মহানগরীর দর্শনায় পল্লীনিবাসে শায়িত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

রাঙ্গা বলেন, ‘মহাসচিব মজিবুল হক চুন্নু অযাচিতভাবে মোস্তাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দিয়েছেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের মহাসচিব মোস্তাফিজার রহমানকে যে মনোনয়নপত্র দিয়েছেন সেটা কোনো দিন বৈধ হতে পারে না। কারণ দলের গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন দেওয়ার ক্ষমতা তার নেই।’

জাপার সাবেক এ মহাসচিব বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে যেই প্রার্থী লাঙ্গল প্রতীক পাবেন তিনিই মেয়র নির্বাচিত হবেন। জাতীয় পার্টি মানেই লাঙ্গল। আর লাঙ্গল যার কাছে থাকবে, সেই হবে জাতীয় পার্টির প্রার্থী।’

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘জি এম কাদেরের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব চলছে না। বরং উনি আমার সাথে দ্বন্দ্ব তৈরি করে আমাকে দল থেকে বহিষ্কার করেছেন। আমি এরশাদ সাহেব এবং জিএম কাদেরের সময় মহাসচিব ছিলাম। কাউন্সিলের মাধ্যমে আমি নবম সংসদের মহাসচিব হয়েছিলাম। উনি (জিএম কাদের) আমার প্রাথমিক সদস্য পদ পর্যন্ত বাতিল করে দিয়েছেন। অথচ এর কোনো কারণ জানাতে পারেননি। তবে আমি আশা করি কোনো দ্বন্দ্ব থাকবে না, এক সময় এটা ঠিক হয়ে যাবে।’

তিনি বলেন, ‘এরশাদের মৃত্যুতে দু’টি জাতীয় পার্টি গঠন হয়েছে। একটি রওশন এরশাদের নেতৃত্বে আরেকটি জিএম কাদেরের। দুটোতেই আমাকে মহাসচিবের দায়িত্ব রাখা হয়েছিল। আমি দলটাকে না ভেঙে, টুকরো টুকরো না করে সবার সঙ্গে বসে মীমাংসা করে সমাধান করেছিলাম। আমি তখন কাউন্সিলের মাধ্যমে মহাসচিব হয়েছিলাম। সেই কারণে আমি মনে করি এটা দেবর-ভাবির সম্পর্ক, এর থেকে বেশি অবনতি ঘটবে না। এখন যা চলছে এটাও থাকবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর