জঙ্গি ছিনতাই: ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি
২১ নভেম্বর ২০২২ ১৯:৪৭
ঢাকা: ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পুলিশের ওপর স্প্রে করে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে চার সদস্যের এ তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিবেদন দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা অনুবিভাগ) অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।
মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিবে। আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। আসামিদের কিভাবে কারাগার থেকে আনা হয়, কোথায় রাখা হয়। এরপর কিভাবে আদালতে তোলা হয়। কোন জায়গা থেকে দুষ্কৃতিকারীরা তাদের নিয়ে যায় এগুলো প্রাথমিকভাবে দেখার জন্য এসেছি।’
তিনি বলেন, ‘পরবর্তীতে এর সঙ্গে যারা সম্পৃক্ত, নিরাপত্তার সাথে, আনা-নেওয়ার সঙ্গে যে ব্যবস্থা আছে প্রত্যেকের সঙ্গে পৃথকভাবে কথা বলবো। কারণগুলো বিশ্লেষণ করবো। নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তাদের কোনো গাফিলতি ছিল কি না। যদি থেকে থাকে, কার কতটুকু এ বিষয়গুলো প্রতিবেদনে তুলে ধরবো।’
সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সব বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নিবো এবং পর্যালোচনা করবো। এর আগে, ফাইন্ডিংসের ব্যাপারে কোনো কথা বলা হয়তো সমীচিন হবে না।’
‘সব দলিলপত্র তলব করেছি। এগুলো নিয়ে আমরা বসবো। একটা একটা করে যাচাই করবো। এখানে আইনের বিধান কি, কার কি দায়িত্ব নির্ধারণ করা আছে এবং বাস্তবে সে কতটুকু দায়িত্ব পালন করেছে। ডকুমেন্ট পর্যালোচনা করে কার কি গাফিলতি ছিল, অপর্যাপ্ততা ছিল কি না দেখবো।’
এ ছাড়া এমন ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে সে সুপারিশও করবেন বলে জানান অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।
সারাবাংলা/এআই/ইআ