গ্রেট ব্যারিয়ার রিফ বাঁচাতে তহবিল করছে অস্ট্রেলিয়া
২৯ এপ্রিল ২০১৮ ১৯:০৫
।। সারাবাংলা ডেস্ক ।।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ে যাওয়া অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের প্রবালকে পুনর্জীবিত করতে তহবিল গঠন করার অঙ্গিকার করেছে অস্ট্রেলিয়া সরকার।
বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই বিখ্যাত প্রাকৃতিক ক্ষেত্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের (৫০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের) তহবিল গঠনের কথা জানিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী ফ্রাইডেনবার্গ।
সমুদ্রের তলদেশের তাপমাত্রা বৃদ্ধি এবং ক্রাউন-অব-থ্রোনস স্টার ফিশের কারণে মহাশূন্যে থেকে দৃশ্যমান এই গ্রেট ব্যারিয়ার রিফের প্রবালের ৩৫ শতাংশ ক্ষয়ে হয়ে গেছে বা বিলুপ্তির পথে রয়েছে।
কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক হ্রাস করে সমুদ্রের পানির মান বৃদ্ধি করার কাজে তহবিলের অর্থ খরচ করা হবে। রিফের নিকটবর্তী কৃষকদেরকে এই অর্থের কিছু পরিমাণ দেওয়া হবে তাদের কীটনাশকের মান উন্নত করার জন্য।
পরিবেশমন্ত্রী ফ্রাইডেনবার্গ জানিয়েছেন, সমুদ্র তলদেশের বিপুল পরিমাণ পলি, নাইট্রোজেন এবং কীটনাশকের কারণে গ্রেট ব্যারিয়ার রিফের বর্তমান এই বেহাল অবস্থা। এই বিষয়গুলো ধরে ধরে তহবিলের এই অর্থ ব্যয় করা হবে।
সারাবাংলা/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook