Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোন গোলে কী নাচ, সব ঠিক করা আছে ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২২ ০৩:০৩

ঢাকা: ঐতিহ্যবাহী সাম্বা নাচের সঙ্গে ব্রাজিল ফুটবল অতোপ্রেতভাবে জড়িত। বিশ্বমঞ্চে ব্রাজিলের ফুটবলশৈলীকে সাম্বা নাচের সঙ্গে তুলনা করা হয়। ব্রাজিলের খেলোয়াড়রা জাতীয় দল বা ক্লাবে গোলের পর প্রায়ই নেচে উদযাপন করেন। কেউ কেউ আবার নাচের কারণে আলোচিত-সমালোচিতও হন।

এবার বিশ্বকাপে বাকি ৩১ দল মাঠে খেলার মান বৃদ্ধিতে কঠোর অনুশীলন করলেও ব্রাজিল এক্ষেত্রে এক কাঠি সরেস। বিশ্বকাপের আগে ভালোভাবে নাচের অনুশীলনও করে রেখেছে তিতের শিস্যরা। দলের আক্রমণভাগের খেলোয়াড় রাফিনহা এমনটাই জানিয়েছেন।

বিজ্ঞাপন

পাঁচবারের চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ পর্বে তিন ম্যাচ পর নকআউট পর্বে আছে ৪ ম্যাচ পর্যন্ত খেলার সুযোগ। অর্থাৎ, মোট ৭ ম্যাচ খেলে মিশন হেক্সা সফলভাবে শেষ করার আশা তাদের।

এবার ব্রাজিলের আক্রমণভাগ অন্য যেকোনো দলের চেয়ে শক্তিশালী। ৯ ফরওয়ার্ড নিয়ে কাতার গিয়েছেন কোচ তিতে। দলে রয়েছেন নেইমার, ভিনিসিয়াস, রাফিনহা, জেসুস, এন্তোনির মতো ইউরোপে সফল তারকারা। তাই বিশ্বকাপে ব্রাজিল অনেক গোল করবে বলে আশা খেলোয়াড়-সমর্থকদের।

অনেক গোল মানেই অনেক নাচের সুযোগ। লাখো দর্শকের সামনে যেনোতেনোভাবে তো আর নাচা যায় না। তাই নিয়মিত অনুশীলনে নৃত্যকলায় দক্ষতা অর্জন করছেন রাফিনহারা।

সোমবার এক সংবাদ সম্মেলনে রাফিনহা বিস্তারিত পরিকল্পনা খুলে বলেছেন। তিনি বলেন, ‘আপনাদের সত্য যদি বলি, তাহলে বলতে হয়, আমরা ইতোমধ্যে অন্তত ১০টি গোলের নাচ কী হবে তা ঠিক করে রেখেছি। আমরা প্রতিটি ম্যাচের জন্য অন্তত ১০টি আলাদা নাচ ঠিক করেছি। একটি নাচ হলো প্রথম গোলের জন্য, অন্যটি দ্বিতীয় গোলে, আরেকটি তৃতীয় গোলের জন্য। আমরা যদি ১০টির বেশি গোল করি তাহলে নতুন নাচ আবিষ্কার করতে হবে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/আইই

ফুটবল বিশ্বকাপ ২০২২ ব্রাজিল

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর