সরকারের মিথ্যাচার ক্রোধের জন্ম দিচ্ছে: আ স ম রব
২২ নভেম্বর ২০২২ ১৯:২৯
ঢাকা: গণতন্ত্র ও উন্নয়ন নিয়ে সরকারের বিস্ময়কর মিথ্যাচার এবং বিভ্রান্তিকর বক্তব্য জনগণের মাঝে চরম ক্রোধের জন্ম দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। এই ক্রোধের পরিণাম বা পরিণতি কী হতে পারে তা আওয়ামী লীগ ও সরকার বুঝতে ব্যর্থ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (২২ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও মহানগর জেএসডি’ন কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ স ম রব এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে রাজনৈতিক ফায়দা আদায়ের সরকারি অপকৌশল- বঙ্গবন্ধুকে ক্রোধের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। নির্বাচনী ব্যবস্থা থেকে জনগণকে বিচ্ছিন্ন করার পরও অহরহ জনগণের ভোটে নির্বাচিত বলে সরকারের দম্ভপ্রকাশ জনগণের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে।’
আ স ম রব বলেন, ‘উন্নয়নের উন্মাদনে সরকার গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারকে বলি দিয়েছে। সরকার দমনমূলক রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করেছে, ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। এই সরকারকে ক্ষমতায় রেখে আর কোনো সংকটের সমাধান হবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বল প্রয়োগ, রক্তপাত এবং সংঘর্ষ পরিহার করে জনগণের মালিকানায় ক্ষমতা হস্তান্তরে সরকারকে বাধ্য করার আমাদের লক্ষ্যেকে সংগ্রামের রূপ দিতে হবে, তা হবে গণঅভ্যুত্থানমূলক। বিদ্যমান বাস্তবতায় মানুষের প্রতিবাদ-প্রতিরোধে গণবিস্ফোরণের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে আস্থাকুঁড়ে নিক্ষেপ করতে হবে। এজন্য শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী ও দেশপ্রেমিক জনগণকে সংগঠিত করতে হবে।’
নগরের নাসিরাবাদ কনভেনশন হলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোর্তুজা কামাল। শফিউল আলম খোকনের পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জবিউল হোসেন, সরওয়ার আলম আরজু, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, গণতন্ত্র মঞ্চের নেতা হাসান মারুফ রুমি, এস এম সামছুল আলম নিক্সন ও তারিকুল আনোয়ারসহ আরও অনেকে।
সারাবাংরা/এএইচএইচ/এনএস