Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী মিতু হত্যার বিচার চেয়ে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২২ ২০:৫০

ঢাকা: ঢাকা জজ কোর্টের আইনজীবী মিতু ফকিরকে হত্যা করা হয়েছে বলে দাবি করে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ঢাকায় কোর্টে প্র্যাকটিসরত আইনজীবীরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ৩টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে মিতুকে হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার চেয়ে মানববন্ধন করা হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত মিতুর সহপাঠী আইনজীবীরা বলেন, ‘মিতু আত্মহত্যা করে নি। তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই মিতুর স্বামী তাকে মানসিক এবং শারিরীকভাবে নির্যাতন করতেন। সবশেষ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় মিতু হত্যার সঠিক তদন্ত চেয়ে কঠিন বিচার চান সহপাঠীরা।’

এছাড়াও মানববন্ধনে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শ্যামপুরের করিমুল্লাবাগ ইস্টার্ন হাউজিংয়ে ভাড়া বাসায় নারী আইনজীবী মিতু ফকিরের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মিরাজ তালুকদারকে আটক করে শ্যামপুর থানা পুলিশ।

পরিবারের দাবি, মিতু ফকিরকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে রাখা হয়েছে। গত তিন মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী তাকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতেন। মৃত্যুর দিন (শুক্রবার) বিকেলেও তাদের ঝগড়া হয়। এ সময় তার স্বামী মিতুকে প্রচণ্ড মারধর করেন।

সারাবাংলা/একে

মানববন্ধন মিতু হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর