Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচার হওয়া ২৪ শিশুকে দেশে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২২ ২২:০৩

ছবি: সারাবাংলা

যশোর: দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ২৪ শিশুকে দেশে হস্তান্তর করেছে ভারত সরকার। তাদের সবার বয়স ১৮ বছরের নিচে। ফেরত আসা শিশুদের আইনি সহায়তা দিতে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করেছে। দেশের বিভিন্ন জেলায় এসব শিশুদের বাড়ি।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।

বিজ্ঞাপন

যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ২৪ শিশুকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতের বিভিন্ন শহরে নিয়ে ভালো কাজ না দিয়ে জোর করে তাদের দ্বারা ঝুঁকিপূর্ণ কাজ করাত। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। পরে সেখান থেকে ভারতের কলকাতার লিলুয়া হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ায় তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পায়।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ২৪ নারী পুরুষকে আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে।

সারাবাংলা/এনএস

বেনাপোল যশোর শিশু পাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর