Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঠ্যপুস্তকে ভুল: এনসিটিবির চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২২ ১৯:২৮

ঢাকা: ৬ষ্ঠ থেকে নবম-দশম ও একাদশ শ্রেণির বইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে ভুল থাকার পরও তা সংশোধন করেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আর এ বিষয়ে ব্যাখ্যা দিতে এনসিটিবির চেয়ারম্যানসহ দু’জনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৯ নভেম্বর আদালতে তাদের সশরীরে হাজির হতে বলা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আলী মোস্তফা খান অপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

বিজ্ঞাপন

পরে আইনজীবী আলী মোস্তফা খান অপু বলেন, ‘২০২১ সালে পাঠ্যবইয়ে ভুলের প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে থাকা ভুল সংশোধনে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে চাওয়া হয়।’

শিক্ষা সচিব, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ডের চেয়ারম্যান, সদস্য (কারিকুলাম) ও সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। রুল শুনানির ধারাবাহিকতায় আজ এনসিটিবির চেয়ারম্যানকে তলব করলেন হাইকোর্ট।

মামলার বিবরণে জানা যায়, নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের ১৭৪ পৃষ্ঠায় ৯ নম্বর লাইনে আছে, ‘দলীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ কিন্তু হবে ‘আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ ১৮৭ পৃষ্ঠায় শেখ মুজিবুর রহমানকে ‘মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি’ বলা হয়েছে। অথচ স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি’ বলা হয়েছে। একই বইয়ের সংবিধানের ১১ অনুচ্ছেদের লাইনটিও ভুলভাবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ২৯ পৃষ্ঠায় বঙ্গভবনকে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট ভবন’। একইসঙ্গে প্রধানমন্ত্রীর ‘কার্যকাল’ পাঁচ বছর বলে উল্লেখ করা হয়েছে। অথচ সংবিধানের কোথাও আলাদাভাবে প্রধানমন্ত্রীর কার্যকালের কথা উল্লেখ নেই। এমন অসংখ্য ভুল সংশোধন করতে অনেক অভিভাবক এনসিটিবিকে চিঠি দিলেও কর্ণপাত করেনি তারা। পরে এসব বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

এনসিটিবি চেয়ারম্যান তলব হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর