Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলার হারবাড়িয়া এলাকায় পাথরবোঝাই জাহাজডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২২ ১৫:২৮

মোংলা: মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ বলেন, ‘লাইটার জাহাজডুবির ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ডুবে যাওয়া লাইটারের পণ্য পরিবহনের সার্ভে সনদের মেয়াদ উর্ত্তীণ ছিলো। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বন্দর সূত্র জানায়, বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে বুধবার মধ্যরাতে ৬০০ মেট্রিক টন পাথরবোঝাই করে খুলনার উদ্দেশে ছেড়ে আসে এমভি মাস্টার দিদার নামের লাইটারেজ জাহাজডুবি। কিছু দূর এলে অন্য একটি লাইটারের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায় এমভি মাস্টার দিদারের। মুহূর্তে লাইটার জাহাজটি ডুবে যায়।

তবে ডুবে যাওয়ার আগে পাশে থাকা অন্য একটি জাহাজে ডুবে যাওয়া লাইটারের ৯ কর্মচারী লাফিয়ে পড়ে জীবনরক্ষা করে।

সারাবাংলা/এমও

জাহাজডুবি পাথরবোঝাই হারবাড়িয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর