ঢাকা: ক্ষমতার নড়বড়ে অবস্থা অনুধাবন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রক্ত ঝরানোর খেলায় উন্মাদ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। কর্মীসভায় যাবার পথে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের গাড়ি বহরে হামলা, কৃষক দলের সহ–সভাপতি আবুল বাশার আকন্দের গাড়ি ভাংচুর, শেরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দায়েরের ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা নিঃসন্দেহে কাপুরুষতা। ক্ষমতার নড়বড়ে অবস্থা অনুধাবণ করেই আওয়ামী অবৈধ সরকার রক্ত ঝরানোর খেলায় উন্মাদ হয়ে উঠেছে।জোর করে ক্ষমতায় টিকে থাকতে সরকার নিজ দলের সন্ত্রাসীদের দিয়ে বিরোধী মত ও বিশ্বাসের মানুষকে ধ্বংস করে দিতে চাচ্ছে। অশুভ উদ্দেশেই তারা এধরনের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিষ্ট আওয়ামী সরকার নিজ দলের সন্ত্রাসীদের দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চালাচ্ছে নারকীয় তাণ্ডব। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে তারা। আর এজন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ কোনো পর্যায়ের নেতাকর্মী ছাড় দিচ্ছে না।’
তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা আড়াল করতেই সরকার দেশব্যাপী একের পর এক অমানবিক ও নৃশংস তাণ্ডব চালাচ্ছে। আর দেশব্যাপী এ নারকীয় তাণ্ডবে সরকারের সহযোগী হিসেবে সহিংস সন্ত্রাসে মেতে উঠেছে আওয়ামী দুস্কৃতিকারিরা। গণতন্ত্রের মূলোৎপাটন করে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষকে নির্মমভাবে স্তব্ধ করতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু জনগণ এখন আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।’