Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রী ছায়েদুলের কফিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


১৭ ডিসেম্বর ২০১৭ ১০:৩১

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা :  মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী প্রয়াত ছায়েদুল হকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রোববার সকাল ১০টায় মন্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরদেহ সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সাড়ে ১০টার পর প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে শনিবার সকাল ৮টা ৩৯ মিনিটে ছায়েদুল হক মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি মন্ত্রিত্ব পান।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী দীর্ঘদিন ধরে হার্ট, মূত্রথলিসহ নানা সমস্যায় ভুগছিলেন। শারীরিক নানা জটিলতায় তাকে সেপ্টেম্বরের ১৫ তারিখে কেবিন ব্লকের ২১১ নম্বর কক্ষে ভর্তি করা হয়েছিল।

সারাবাংলা/ইউএইচ/একে

 

 

ছায়েদুল হক প্রধানমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর