Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মৌলবাদ ঠেকাতে আবৃত্তি ছড়িয়ে পড়ুক সারাদেশে’

সারাবাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২২ ১৬:৩৯

কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: মৌলবাদ ঠেকাতে আবৃত্তিকে সারাদেশের তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বোধন আবৃত্তি পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, ‘আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মাঝেই তো আসল মনুষ্যত্ব। আমরা জানি ধর্ম যার যার, উৎসব সবার। এই চিন্তাটা যাতে আমাদের কোমলমতি সন্তানদের মনে গেঁথে দিতে পারি সেই প্রচেষ্টা করতে হবে। তখন তারা শিখবে সামাজিক মূল্যেবোধ। সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজম্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারবে। বোধন এত বছর ধরে এই জায়গাটিতে সংগ্রাম করে যাচ্ছে, এটা অনেক বড় কিছু।’

আবৃত্তিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বোধনের মতো আরও অনেক আবৃত্তি সংগঠন বাংলাদেশে আছে। সরকারিভাবে অনেক কিছু করা সম্ভব না। আমি চাই সারাদেশেই বোধনের মতো আবৃত্তি সংগঠন ছড়িয়ে পড়ুক। তাহলে মৌলবাদ, সাম্প্রদায়িকতা বিষদাঁত গজাতে পারবে না।’

অনুষ্ঠানে ‘কবিতা দিয়েও মানুষের মন জয় করা যায়’ মন্তব্য করে ভাষাবিদ ড. মাহবুবুল হক বলেন, ‘৩৬ বছর আগে জাতির ক্রান্তিলগ্নে বোধন গঠিত হয়েছিল কিছু উদ্দেশ্য নিয়ে। তখন রাজনীতির মাঠ উত্তপ্ত ছিল। আমরা দেখেছি একটা স্লোগান বা বক্তব্য মানুষের মনে উদ্দীপনা যত না সৃষ্টি করতে পারে, তার চেয়ে বেশি উদ্দীপনা সৃষ্টি হয় কবিতায়। সেই কবিতার মধ্যে দিয়ে বোধন রাজপথ কাঁপিয়েছিল স্বৈরাচার আন্দোলনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম ভূমিকা পালন করেছে সাংস্কৃতিক আন্দোলন। স্বৈরাচারী আন্দোলনে আবৃত্তি সংগঠনগুলো কবিতায় মানুষকে উজ্জীবিত করেছিল।’

বিজ্ঞাপন
ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

এর আগে, ‘জাগিয়ে দেবে চমক মেরে, আছে যারা অর্ধচেতন’ এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বোধন আবৃত্তি সংগঠনের সভাপতি আব্দুল হালিম দোভাষের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রণব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি মানজারুল মান্নান, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, কবি কামরুল হাসান বাদল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বোধন আবৃত্তি স্কুলের অধ্যক্ষ পারভেজ চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় সংগীত ও দলীয় আবৃত্তি পরিবেশন করে বোধনের শিল্পীরা। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিল সভা শুরু হয়।

সারাবাংলা/আরডি/এনএস

কথাসাহিত্যিক সেলিনা হোসেন চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর