শীতের সবজির দাম কমেছে
২৫ নভেম্বর ২০২২ ১৭:৪২
ঢাকা: বাজারে শীতের সবজির দাম কিছুটা কমেছে। গেল সপ্তহের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে কোনো কোনো সবজির দাম। সরবরাহ বেশি থাকায় শীতের সবজির দামই কমতির দিকে রয়েছে। সামনের দিনে আরও কমতে পারে বলে জানা গেছে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর একাধিক বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বড় সাইজের বাঁধাকপি ৪০ টাকা, ফুলকপি ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে বিভিন্ন বাজারে। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ৪৫ ও ৩৫ টাকায়। কোনো কোনো ক্ষেত্রেও ভালো বাঁধাকপি ও ফুলকপি কিনতে ৫০ টাকা ব্যয় করতে হয়েছে।
রাজধানীর মহাখালীর বউবাজার ঘুরে আরও জানা গেছে, সিম কেজিতে এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গেল কয়েক সপ্তাহ যা ছিল ১০০ টাকার ঘরে। কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে তা বিক্রি হয়েছে ৬০ টাকার ওপরে। শুক্রবার দেশি টমেটো ১৩০ টাকা ও আমদানিকৃত টমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। টমেটোর দাম বাজারে এখনও চড়া রয়েছে। শীতকালীন শালগম বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে এই সবজির দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা।
এই বাজারের বিক্রেতা নিজামুদ্দিন সারাবাংলাকে বলেন, ‘বাজারে এখন প্রচুর শীতের সবজি রয়েছে। প্রায় সব ধরনের সবজির সরবরাহ বেশ ভালো। ফলে শীতকালীন সবজির দাম এখন কমতির দিকে। সপ্তাহ খানেক আগেও যে সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এখন তা ৫০ টাকার নিচে। কোনো কোনো সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। সরবরাহ আরও বাড়লে সবজির দাম আরও কমতে পারে।’
রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে, শসা ও গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। গোল বেগুন ৮০ টাকা, নতুন সিম ৮০ টাকা, লতি ৬০ টাকা, মুলা ৩০ টাকা, পুরাতন সিম ৬০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, করলা ৬০, পুরাতন আলু ৩০ টাকা, চিচিঙ্গা ৬০, কচুর গাদি ৬০ টাকা ও কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এই বাজারের একাধিক বিক্রেতা সারাবাংলাকে জানিয়েছেন, বাজারে সবজির দাম এখন আগের চেয়ে কম। আগামী কয়েক সপ্তাহ শীতকালীন সবজির দাম স্থির থাকতে পারে অথবা কমতে পারে।
সারাবাংলা/ইএইচটি/এনএস