Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে চামড়া শিল্প প্রতিষ্ঠা হবে: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২২ ২১:৩০

মাঝে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

রাজশাহী: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘রফতানির উদ্দেশ্যে রাজশাহীতে চামড়া শিল্প প্রতিষ্ঠা করা হবে। গার্মেন্টস শিল্পে ব্যবহৃত তুলা বা কাপড় বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু চামড়া আমাদের নিজস্ব শিল্প, এই শিল্প দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে বাইরের দেশে পাঠানো সম্ভব হবে। তাই এ শিল্পের প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে জেলার ব্যবসায়ী, রাজনৈতিক ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

বিজ্ঞাপন

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আরও বলেন, ‘আমরা পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে কাজ করছি। উন্নয়নমূলক যে প্রশিক্ষণগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করার চিন্তাভাবনা রয়েছে। মেয়েদের জন্য কর্মসংস্থান তৈরির মাধ্যম ফুড প্রসেসিং, খেলনা তৈরিসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে।’

এদিকে সংবাদ সম্মেলেনের আগে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী জেলার ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতারা রাজশাহীতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পায়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। মতবিনিময় শেষে শিল্পমন্ত্রী রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নকে এগিয়ে নিতে নানামুখী উদ্যোগের কথা জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘পিছিয়ে পড়া অঞ্চল যেগুলো আছে তাদের কীভাবে সুবিধাজনক অঞ্চলের সঙ্গে একই মাপে, একই মাত্রায় নিতে পারি- সেজন্য বিসিকসহ (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে নিয়ে কাজ করে যাচ্ছি। রাসিক মেয়রের পদক্ষেপে রাজশাহী সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। শহরটি ট্যুরিজম শহরের মতো হয়ে গেছে। শুধু ট্যুরিজম বা সুন্দর শহর হলেই হবে না, কাজেই এই অঞ্চলে আমাদের যে সমস্ত ঐতিহ্যগত ব্যবসা-বাণিজ্যগুলো ছিল তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছি। রাজশাহী অঞ্চলে যে সমস্ত কাঁচামাল আছে তার ওপর ভিত্তি করেই এই অঞ্চলে শিল্পায়ন সৃষ্টি করা হবে।’

রাজশাহীর প্রশংসা করে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘রাজশাহী গ্রিনসিটি, ক্লিনসিটি হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছে। এখন রাজশাহীকে কর্মসংস্থান সিটিতে গড়ে তুলতে হবে। এ জন্য প্রয়োজনে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব।’

বর্তমান সরকার কোনো শিল্পকারখানা বিক্রি করবে না বা বন্ধ করবে না— এমনটি জানিয়ে মন্ত্রী বলেন, ‘অন্যান্য যে শিল্প আছে, যেমন- চিনিকল। এগুলোকে ডাইভারসিফিকেশন করে নানা রকম পণ্য উৎপাদন করা হবে। চিনিকলে আম ও টমেটোকে প্রসেস করে তা বাজারজাত করা যেতে পারে। এর চাহিদা প্রচুর। সরকারের যেসব বন্ধ প্রতিষ্ঠান আছে সেগুলোকে আমরা চালু করতে চাচ্ছি। এজন্য দেশি বা বিদেশি উদ্যোক্তাদের সন্ধানে আছি।’

দেশের নতুন শিল্পাঞ্চলগুলোতে নারী উদ্যোক্তাদের অগ্রাদিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিল্পাঞ্চলগুলোতে নারীদের জন্য সকল ধরনের সুবিধা দেওয়া হবে। তাদের জন্য ১০ শতাংশ বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি কিছু বৃহৎ শিল্পের জন্য আমরা বিসিকে জায়াগা করে দেব।’

তিনি বলেন, ‘পদ্মা নদী ডেজিং করে রাজশাহীর পাশেই মালদা-মুর্শিদাবাদের সঙ্গে সুদূর প্রসারী বাণিজ্যিক যোগাযোগ চালু করতে এই নৌবন্দরের রুটটাকে ব্যবহার করতে চাই। এতে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি ট্যুরিজম শিল্পেরও প্রসার ঘটবে। এই অঞ্চলের সিল্কের সুনাম রয়েছে। কিন্তু কেন পিছিয়ে গেল তা খতিদে দেখার পাশাপাশি এর সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মতবিনিময় সভায় শিল্পমন্ত্রীকে রাজশাহীতে শিল্পায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে বলেন, ‘ভারতের সঙ্গে রাজশাহীর যে নৈকট্য তা কাজে লাগাতে পারলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব। মালদার ধুলিয়ানের সঙ্গে আমাদের গোদাগাড়ীর সুলতানগঞ্জের নৌরুট চালু করা গেলে এই রুটে ব্যবসার বিশাল সম্ভবনা সৃষ্টি হবে। আমাদের আমদানি ব্যয় কমার পাশাপাশি রাজশাহীতে উৎপাদিত কৃষি পণ্যসহ অন্য সকল পণ্য আমরা ভারতে রফতানি করতে পারব। এজন্য শুধু রাজশাহী থেকে পাকশী পর্যন্ত পদ্মায় ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রয়োজন। এটা সম্ভব হলে স্বল্প ব্যয়ে নদী পথেই সরাসরি রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে ঢাকা দিয়ে আরিচা পর্যন্ত পণ্য পরিবহণের সুযোগ হবে।’

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিসিকের চেয়ারম্যান মুহ. মাহাবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের নেতারা।

সারাবাংলা/এনএস

রাজশাহী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর